চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারি

election commission

ঢাকা প্রতিনিধি: চতুর্থ ধাপে বাংলাদেশে ৫৬ টি পৌরসভায় ভোট গ্রহণ আগামী ১৪ ফেব্রুয়ারি। রোববার (৩ জানুয়ারি) এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

কমিশনের তথ্য অনুযায়ী, এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ জানুয়ারি।

ইসি সচিব বলেন, পৌরসভার ৩১টিতে ইভিএমের মাধ্যমে আর ২৫টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটের আনুষ্ঠানিকতা।

এদিকে, তৃতীয় ধাপের ৬৪ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১০ জানুয়ারি নির্ধারণ করেছি কমিশন।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব বলেন, এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে।

ইসির তফসিল অনুয়ায়ী প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢা. প্র/ ইবি টাইমস/আরএন/০৩.০১.২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »