
৯৯৯-এ ফোন; বৈদ্যুতিক তার থেকে উদ্ধার হলো শালিক
পটুয়াখালী প্রতিনিধিঃ বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সুতোয় পেচিয়ে আটকে পরে একটি শালিক। দিন ভর ডাকাডাকির ফলে নজর পরে এক সংবাদকর্মীর। ওই সংবাদকর্মীর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। এর পরই একে একে ঘটনা স্থলে আসে পুলিশ, পল্লী বিদুঃ সহ ফায়ার সার্ভিস এর সদস্যরা। সকলের চেষ্টায় আহত অবস্থায় উদ্ধার করা হয় শালিকটিকে। চিকিৎসা শেষে আবারও মুক্ত আকাশে…