
সাগরে ট্রলারডুবির ৩ দিনেও ২০ জেলের সন্ধান মেলেনি, পরিবারে শোকের মাতম
শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন (ভোলা): বঙ্গোপসাগরে এফবি মা সামসুন্নাহার নামের মাছধরা ট্রলারডুবির ৩দিন(৭২ ঘন্টা )পর ও নিখোঁজ ২০ জেলের সন্ধান মেলেনি।পরিবারের উপার্জনের একমাত্র স্বজনের জীবন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে জেলে পরিবার গুলোতে চলছে শোকের মাতম।দূর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ শোকে স্তব্দ জেলে পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছন।পুলিশ এবং কোস্টগার্ড নিখোঁজ…