
২৯ আগস্ট পিএসজিতে অভিষেক হতে পারে মেসির
স্পোর্টস ডেস্ক: পিএসজির হয়ে এখনও মাঠা নামা হয়নি লিওনেল মেসির। দর্শক সারিতে বসেই নতুন ক্লাবের হয়ে ম্যাচ উপভোগ করেছেন তিনি। তবে আগামী ২৯ আগস্ট লা পার্সিয়ানদের হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে রেকর্ড ছয় বারের ব্যলন ডি’অর জয়ী এ তারকার। ১০ আগস্ট পিএসজিতে যোগ দেওয়ার পর দুই দিন পরই অনুশীলনে নেমেছেন মেসি। প্যারিসে মানিয়ে নেওয়ার চেষ্টা…