
অস্ট্রিয়ার জন্য ২০২৩ সালে ৭,১ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস ইইউ`র
চলতি বছরে অস্ট্রিয়ার আভ্যন্তরীণ অর্থনীতির প্রবৃদ্ধির সম্ভাবনা কিছুটা কম পরিলক্ষিত হচ্ছে ইউরোপ ডেস্কঃ সোমবার (১৫ মে) ইউরোপীয় কমিশন তার অর্থনৈতিক পূর্বাভাসে,২০২৩ সালে অস্ট্রিয়ান অর্থনীতির জন্য ০,৪ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। শীতকালীন পূর্বাভাসে, মান এখনও ০,৫ শতাংশ ছিল। ২০২৪ সালে প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা আছে। তখন অভ্যন্তরীণ প্রবৃদ্ধি ১,৬ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা আছে। মুদ্রাস্ফীতি ৭,১ শতাংশে উচ্চ…