
হালান্ডের জোড়া গোলে সুইডনকে হারালো নরওয়ে
স্পোর্টস ডেস্ক: আর্লিং হালান্ডের জোড়া গোলে গতকাল উয়েফা নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে জয় পেয়েছে নরওয়ে। অসলোর উল্লেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে নরওয়ে। ম্যাচ শেষে ২১ বছর বয়সি হালান্ড গণমাধ্যমকে বলেন,‘বিক্রি হবার পর আমি প্রথম উল্লাভেলায় খেলেছি। মৌসুমের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে এই জয় পাওয়াটা দারুন আনন্দের।’ হ্যালান্ড ম্যাচের ১০ মিনিটেই গোল করে…