
হারিয়ে যাচ্ছে বড়শী পেতে মাছ ধরা
সাব্বির আলম বাবু, ভোলা: একবেলা মাছ ছাড়া যেন খাওয়াই হয় না। আর তাই ‘মাছে ভাতে বাঙালি’ প্রবাদটি যে বাঙালির পরিচয়কেই তুলে ধরেছে, এতে সন্দেহ নেই। এ পরিচয় হাজার বছরের। আর আমাদের দেশে মাছ শিকারের রয়েছে অনেক পদ্ধতি। জলাশয়ে ছিপ ফেলে বড়শি দিয়ে গেঁথে মাছ ধরাটা গ্রাম বাংলার চিরায়ত দৃশ্য। কিন্তু কালের বিবর্তনে এটি এখন হারিয়ে…