
ইউরো কাপে স্পেন ও সুইডেনের গোলশূন্য ড্র
শুরুটা ভালো হলো না তিনবারের ইউরো কাপের শিরোপা বিজয়ী স্পেনের স্পোর্টস ডেস্কঃ ইউরো ২০২০ এর শুরুটা ভালো হলো না তিনবারের চ্যাম্পিয়ন স্পেনের। নিজের মাটিতে গতকাল সোমবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে তাদের রুখে দিয়ে একটি পয়েন্ট ছিনিয়ে নিল সুইডেন। স্পেনের “স্তাদিও অলিম্পিকো দি সেভিয়ায় সুইডেন ও স্পেনের খেলাটি গোলশূন্য ড্র অবস্থায় শেষ হয়। এইবারের এই আসরে…