
সকলের সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু সানজিদা
ভোলা দক্ষিণ প্রতিনিধি: জটিল রোগে আক্রান্ত শিশু সানজিদা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। মাত্র ৬ বছর বয়সী সানজিদার যখন খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, তখন সে বিছানায় শুয়ে দেশের হৃদয়বান মানুষের কাছে বাঁচার আকুতি জানাচ্ছে। সানজিদা ভোলার লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ডের জমাদার বাড়ির হতদরিদ্র দিনমজুর জামাল জমাদারের কন্যা। সানজিদার পিতা জানান, জন্মের একদিন পর রিক্সা হতে পড়ে…