
শখের বশে সাজিদের সংগ্রহে প্রাচীণ সাম্রাজ্যের মুদ্রা
জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: এ যেন এক বিদেশী মুদ্রার ভান্ডার। সুলতানি মুদ্রা, মোঘল আমলের মুদ্রা, ইসলামিক মধ্য যুগীয় মুদ্রা, ব্রিটিশ মুদ্রা থেকে শুরু করে আরো কত মুদ্রা রয়েছে। শখের বসে মুদ্রা সংগ্রহ করলেও প্রচার করেননি কখনো। এসব মুদ্রা প্রাচীন ঐতিহ্য বহন করে আছে। ওই সময়কার কৃষ্টি কালচার সভ্যতার অনেক নিদর্শন এসব মুদ্রায় অঙ্কিত আছে।…