
লালমোহন বাজার ও সড়কের কাজ পরিদর্শন করেন এমপি শাওন
ভোলা প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন লালমোহন বাজার ও চলমান সড়কের কাজ পরিদর্শন করেন। শনিবার দুপুরে লালমোহন মোল্লা জামে মসদিদের সামনে চলমান সড়কের কাজের পাশাপাশি ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, লালমোহন বাজারের যে কোন ধরনের অনিয়ম রোধকরা হবে।অনিয়মকারীদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না।বাজরে ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করবেন। উন্নয়নের…