
লালমোহনে রাতের আঁধারে বসতঘর থেকে ১০ভরি স্বর্ণালঙ্কার চুরি
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে বসতঘরের গ্রিলের তালা ভেঙে ১০ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোর চক্র। এছাড়াও চোর চক্র বসতঘরের আলমিরা এবং শুকেস ভেঙে তছনছ করে ফেলে। শুক্রবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাচন হাওলাদার সড়কের লোকমান পাটোয়ারির বাসায় এ ঘটনা ঘটে। লোকমান পাটোয়ারির বড় ভাই লতিফ পাটোয়ারি জানান,…