
বেলজিয়ামের হ্যাজার্ডর দর্শনীয় গোলে রোনালদোর পর্তুগালের বিদায়
ইউরো কাপের নকআউট রাউন্ডে বেলজিয়াম বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে ১-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পোর্টস ডেস্কঃ গতকাল রোববার রাতে স্পেনের সেভিলায় ইউরো কাপের নকআউট পর্বের খেলায় বেলজিয়ামের ফরোয়ার্ড থরগান হ্যাজার্ডের দূরপাল্লার লং রকেট শটে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে বিদায় নিতে হল। খেলার ৪২ মিনিটের মাথায় পর্তুগালের ডিবক্সের অনেক দূর থেকে হ্যাজার্ডর রংধনুর মত বানানো…