
রবিবার থেকে জার্মানিতে আবারও রেল ধর্মঘট !
জার্মানির রেল শ্রমিক ইউনিয়ন ইভিজি বেতন বৃদ্ধির দাবিতে রবিবার থেকে দুই দিনের জন্য রেল বন্ধের ডাক দিয়েছে। এই ধর্মঘটের প্রভাব অস্ট্রিয়াতেও ব্যাপকভাবে পড়বে ইউরোপ ডেস্কঃ জার্মানির রেলওয়ে এবং ট্রান্সপোর্ট ইউনিয়ন ইভিজি (EVG) রবিবার রাত থেকে ৫০ ঘন্টার জন্য জার্মানিতে রেল ট্র্যাফিককে মূলত অচল করে দিতে চায়। ইভিজি জানায় রবিবার রাত ১০ টা থেকে মঙ্গলবার মধ্যরাত…