
মেসির ৩০ নম্বর জার্সি বিক্রি শেষ ৩০ মিনিটেই
স্পোর্টস ডেস্ক: প্যারিসে এখন মেসি বন্দনায় মুখরিত। মেসি পিএসজিতে আসবেন আর রেকর্ড জার্সি বিক্রি হবেনা সেটা তো হতে পারে না। কিন্তু এটা কমেন হলো; অনলাইনে লিওনেল মেসির সব জার্সি বিক্রি হয়ে গেছে মাত্র ৩০ মিনিটে। আনুষ্ঠানিক ঘোষণা আসার পর বিক্রির জন্য মেসির জার্সি তোলা হয় পিএসজির অনলাইনে। শুরু থেকেই বিক্রির ধুম পড়ে যায়। শেষ হতে…