
মাল্টা চাষ করে স্বাবলম্বী হয়েছেন মৌলভীবাজারের জাকির হোসেন
সাকিব হাসানঃ মৌলভীবাজারের বড়লেখায় মাল্টার চাষ করে সফল হয়েছেন কৃষক জাকির হোসেন। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা গ্রামে জাকির হোসেনের মাল্টা বাগান। বাগানে থোকায় থোকায় ঝুলছে ছোট-বড় হাজারো মাল্টা। বাগানে ফলন এসেছে ভালো,ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা।সারিবদ্ধ মাল্টা গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে আধাপাকা মাল্টা। উদ্যোক্তা জাকির হোসেনের বাগানের মাল্টা বিদেশি মাল্টার…