
ঝালকাঠির পরবিত্তলোভি, মাছের ঘের থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাচ্ছে
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি পৌরসভার বৈচন্ডি গ্রামের রতন কুমার রয়ের মাছের চাষ বাধাগ্রস্থ করছে একই এলাকার পরবিত্তলোভি একটি চক্র। এরা বার বার রতন রায়ের চাষ করা মাছের খামার থেকে জেরপূর্বক মাছ ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের সাথে সরকার দলের এক শ্রেণীর নামধারি ব্যাক্তিরা মদত দিচ্ছে। ফলে রতন কুমার রায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই চক্রটি আইন-আদালতের…