
মহেশপুর সীমান্ত থেকে ৫ দিনে ৪৯ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি: কঠোর লকডাউনের মধ্যেও সীমান্ত দিয়ে অবৈধ পারাপার থেমে নেই। ঈদের ছুটির মধ্যেই ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে পার হতে গিয়ে আটক হয়েছেন ৪৯ জন। জেলার মহেশপুর উপজেলার মাটিলা, সলেমানপুর, জুলুলি, পারঘাটা, জামতলাপাড়া, সুন্দরপুর, একাশিপাড়া, শরিষাঘাটা ও শ্যামকুড় গ্রাম থেকে এদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান…