
মহাকাশ কি ? কোরআনে মহাকাশ নিয়ে আলোচনা
মহাকাশ (Space) বলতে সহজ ভাষায় আমাদের মাথার ওপর যে বিশাল আকাশ দেখতে পাই, তাকেই মহাকাশ বলে কবির আহমেদ, ভিয়েনাঃ মহাকাশে রয়েছে অসংখ্য নক্ষত্র (তারা), গ্রহ, উপগ্রহ,ধূমকেতু,ছায়াপথ (Galaxy) ইত্যাদি।আমাদের দেশে যখন দিন, একই সময়ে অন্যদেশে তখন রাত। আবার আমরা এক দেশ থেকে আকাশে যা দেখতে পাই,অন্য দেশ থেকে অন্যরা আকাশে অন্য জিনিস দেখতে পায়। আমরা নিরক্ষরেখার…