
ভূয়া “ইন্টারপোল এজেন্ট” পরিচয় দিয়ে অস্ট্রিয়ায় ভারতীয় চক্রের জালিয়াতি
একটি ভারতীয় টেলিফোন জালিয়াতি চক্র অস্ট্রিয়ান নাগরিকদের থেকে ২৭ লাখ ইউরো হাতিয়ে নেয়ার পর দিল্লিতে গ্রেফতার হয়েছে ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুক্রবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ান ফেডারেল ক্রিমিনাল পুলিশের ডিরেক্টর আন্দ্রেয়াস হোলছার এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, গত কয়েক মাস ধরে, এই ভারতীয় টেলিফোন জালিয়াত চক্র দলের সদস্যরা অস্ট্রিয়ানদের উপর…