
ভিয়েনা করোনার ট্র্যাফিক লাইটে “লাল জোন” হলেও নেই কোন আতঙ্ক
ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ করোনার ট্রাফিক লাইটে আবারও লাল আলোয় জ্বলে উঠল ভিয়েনা। তবে মূল্যায়নের মাপকাঠিতে দেখলে রাজধানী শহর খারাপ পারফরম্যান্সকে এখন আর গুরুত্ব দেয় না। এই সপ্তাহের করোনার সংক্রমণের পরিসংখ্যানের হিসাবে অস্ট্রিয়া দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো করোনা মানচিত্রে একটি লাল দাগ পেয়েছে। ট্রাফিক লাইট কমিশন ভিয়েনাকে অত্যন্ত উচ্চ ঝুঁকির পর্যায়ে ফেলেছে। এটা কোন…