ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টে ইলেকট্রনিক বাস চালু

ভিয়েনা-ফেভারিটেনের 17A এবং 70A লাইনে ইলেকট্রনিক বাস (ই-বাস) চালু হয়েছে ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভিয়েনার গণ পরিবহন সংস্থা Wiener Linien এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। ভিয়েনার পরিবহন বিষয়কক সিটি কাউন্সিলর পিটার হ্যাঙ্কে (SPÖ) স্বাক্ষরিত উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৫ সালের শেষ নাগাদ, আমরা আমাদের সম্পূর্ণ বাস বহরের প্রায় এক পঞ্চমাংশকে নির্গমন-মুক্ত…

Read More

ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের Reumannplatz কে অস্ত্র নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করা হয়েছে

সাম্প্রতিককালে এখানে কয়েকবার অনাকাঙ্খিত ঘটনার পর ভিয়েনা প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করলো। ৩০ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (২৮ মার্চ) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের Reumannplatz এ একটি বিশেষ পুলিশ ক্যাম্পের উদ্বোধনের সময় ভিয়েনার রাজ্য গভর্নর ও সিটি মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) এই অস্ত্র নিষেধাজ্ঞার কথা জানান। এই সময় তার সাথে আরও…

Read More
Translate »