
ভিয়েনায় সেপ্টেম্বর মাস থেকে গরম পানি ও ঘরবাড়ি গরম করার মূল্য বৃদ্ধি
ইউরোপ ডেস্কঃ সেপ্টেম্বর মাস থেকে ভিয়েনা জেলা গরমের দাম ৯২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক হিসাবে দেখা গেছে প্রতি পাঁচ মিনিটে গরম পানির বিল এখন ২২ সেন্ট। অস্ট্রিয়ার রাস্ট্রায়ত্ব টেলিভিশন ORF এর সংবাদ বিষয়ক বিভাগ ZIB100 গতকাল এ তথ্য জানিয়েছে। তারা জানান,রাজধানী ভিয়েনার গ্যাস ও বিদ্যুত সংস্থা Wien Energie আগামী ১ সেপ্টেম্বর থেকে জেলা…