
ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
এশিয়ান ইসলামিক কমিউনিটি “ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার (IGGÖ) একটি গুরুত্বপূর্ণ সংস্থা “ ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (১১ মার্চ) ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের অভিজাত এটাপ সেন্টার হলে এই ইফতার অনুষ্ঠিত হয়। আফগান বংশোদ্ভুত অস্ট্রিয়ান তরুন হামিদের সঞ্চালনায় ব্রিটিশ তরুণ হাফেজ সামির গাফারির সুমধুর কুরআন তিলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলটি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন “এশিয়ান…