
ভিক্ষা ছেড়ে কাজ করতে চায় রোকসানা; প্রয়োজন সমাজের সহযোগিতা
লালমোহন প্রতিনিধি: রোকসানা বেগম, দুই সন্তানের জননী। বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তবে অর্ধাহারে-অনাহারে কঙ্কালসার রোকসানাকে দেখে মনে হবে ষাটোর্ধ্ব বৃদ্ধা। ৩মাসের শিশু সন্তান কোলে নিয়ে লালমোহন বাজারের বিভিন্ন দোকানে ভিক্ষা করছে রোকসানা। ইউরোবাংলা টাইমস’ এর প্রতিনিধিকে রোকসানা জানায়, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে ভাল লাগেনা তার, কাজ করে খেতে চায় সে। সরকারি-বেসরকারি কোনও…