
ইউরো কাপ ফুটবলে রাশিয়ার বিরুদ্ধে বেলজিয়ামের সহজেই ৩-০ গোলে জয়লাভ
বেলজিয়ামের ফুটবল স্টার লুকাকুর রাশিয়ার বিরুদ্ধে একাই ২ গোল স্পোর্টস ডেস্কঃ গতকাল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপ কাপের বি গ্রুপের খেলায় স্বাগতিক রাশিয়াকে সহজেই ৩-০ গোলে পরাজিত করেছে টুর্নামেন্টের হট ফেভারিট বেলজিয়াম। আজকের খেলার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। তিনি খেলার ১০ ও।৮৮ মিনিটে বেলজিয়ামের পক্ষে ২ গোল করেন। আর খেলার ৩৪ মিনিটের মাথায় আরেকটি গোল…