
বিদ্যার দেবী স্বরসতী বন্দনায় ঝালকাঠির শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজন
ঝালকাঠি প্রতিনিধি: মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে কল্যাণময়ী বিদ্যাদেবীর আবহোন করা হয়েছে। ঝালকাঠিতে নানা আয়াজনের মধ্য দিয়ে বিদ্যার দেবী স্বরসতী পূজা অনুষ্ঠিত হয়েছ। শনিবার ঝালকাঠি জেলার শিক্ষা প্রতিষ্ঠানে পাড়া-মহল্লায় সার্বজনীন ও হিন্দু সম্প্রদায়ের প্রতিটি পরিবার ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধদায়িনীম মাক্ষদায়িনী এবং শক্তির আধঁার হিসাবে স্বরস্বতী দেবীর আবহোন করা হয়। করানাকালীন অবস্থার কারনে অল্প কয়েকটি মন্ডব ছাড়া…