
বার্সেলোনায় স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এর আহবায়ক কমিটি গঠিত
বার্সেলেনা থেকে মহিউদ্দিন হারুন: ভূল ত্রুটির উর্ধে উঠে ইতিবাচক প্রত্যয় ব্যক্ত করে ১৩ই মে ২০২৩ইং শনিবার বার্সেলোনার স্হানীয় কর্দোবা রেষ্টুরেন্ট এ স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স বিসনেস ক্লাবের আনুষ্ঠানিক সভা ও আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মিরন নাজমুলের সঞ্চালনায় বীর মক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসার সভাপতিত্বে অনুষ্টানে ক্রমান্বয়ে বক্তব্য রাখেন নজরুল ইসলাম চৌধুরী, শফিকুর রহমান, শফিকুল আজম,শফিক…