
বার্সেলোনার কাতালুনিয়া, সান্তাকলোমা আওয়ামী লীগ ও কাতালুনিয়া মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন
ব্যুরো চীফ, স্পেনঃ স্পেনের বাণিজ্যিক নগরী বার্সেলোনার রামলা – রাবাল ঐতিহ্যবাহী ফারাগুয়া রেস্টুরেন্টে উৎসব মুখর পরিবেশে গত ২৬ অক্টোবর বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে বার্সেলোনার কাতালুনিয়া, সান্তাকলোমা ও কাতালুনিয়া মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সমন্বয়ক কমিটির প্রধান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলাল সাফা। আওয়ামী…