
ইউরো কাপে পোল্যান্ডের বিরুদ্ধে স্লোভাকিয়ার ২-১ গোলে জয়লাভ
স্পোর্টস ডেস্কঃ পোল্যান্ডের মধ্যমাঠের খেলোয়াড় গ্রজেগোর্জ ক্রিচোইয়াক এই খেলায় দুইবার হলুদ কার্ড পেলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাটির থেকে বের করে দেন দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই। ফলে পোল্যান্ডকে দ্বিতীয়ার্ধের প্রায় পুরো সময়টাই ১০ জন নিয়ে খেলেন। ফলে দ্বিতীয়ার্ধে ইতালির এসি মিলানের স্লোভাকিয়ার স্ক্রিনিয়ার পোল্যান্ডের একজন কম খেলোয়াড়ের পুরো সুযোগটা কাজে লাগিয়ে জয়সূচক গোল করে শক্তিশালী…