
পুতিন পশ্চিমাদের পুনরায় একত্রিত করেছে -পররাষ্ট্রমন্ত্রী শ্যালেনবার্গ
ভিয়েনায় অনুষ্ঠিত “টাইম টু ডিসাইড ইউরোপ সামিট”- নামে একদিনের আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ ইউরোপ ডেস্কঃ “টাইম টু ডিসাইড ইউরোপ সামিট”, ইআরএসটিই ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট ফর হিউম্যান সায়েন্সেস (আইডব্লিউএম) দ্বারা সংগঠিত একটি একদিনের সম্মেলন যা ইউরোপে যুদ্ধের কারণে সৃষ্ট দ্বিধাগুলির সমাধান করার নিমিত্তে গঠিত হয়েছে ২০২২ সালের ১৬ মে। ইউক্রেনে রাশিয়ার নৃশংস…