
ঝালকাঠিতে পানামা রোগে আক্রান্ত কলা গাছ, উৎপাদন হারিয়ে দিশেহারা কৃষক আরিফ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংরি গ্রামে ছত্রাক জনিত পানামা রোগে আক্রন্ত হয়েছে এই গ্রামেরই সরদার আরিফ হোসেনের প্রথমবারের মতে কলাবাগান ক্ষেত। ২ বিঘা জমির উপর ৮ মাস পূর্বে ৭ শতাধিক কলা গাছের চারা এনে সরদার মোঃ আরিফ এই কলাবাগান তৈরি করেছিলেন। বর্তমানে তার বাগান এই রোগে আক্রান্ত হওয়ায় বাগানের সমস্ত কলাগাছ উপরে ফেলে নষ্ট…