
নিশীথ সূর্যের দেশ স্ক্যান্ডিনেভিয়ার নরওয়ে
নরওয়ে ভৌগলিকভাবে পৃথিবীর উত্তর গোলার্ধের দেশ বলে মাঝরাতেও আকাশে সূর্যের আলো থাকে কবির আহমেদ, ভিয়েনা, অষ্ট্রিয়াঃ মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। মধ্যরাত সূর্য একটি প্রাকৃতিক ঘটনা যা গ্রীষ্মের মাসগুলিতে আর্কটিক সার্কেলের উত্তরে বা অ্যান্টার্কটিক সার্কেলের দক্ষিণে কিছু জায়গায় ঘটে যখন স্থানীয় মধ্যরাতে সূর্য দৃশ্যমান থাকে। নরওয়েকে মধ্যরাতের সূর্যের দেশ বলার কারণ,দেশটি অতি উচ্চতায় ভূ-প্রাকৃতিক…