
টাঙ্গাইলে অথৈ মনির মৃত্যু, দুর্ঘটনা নাকি হত্যা!
শফিকুজ্জামান খান মোস্তফা , টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে একটি সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন পরবর্তী মৃত্যুর ঘটনায় আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই দুর্ঘটনায় নিহত কলেজছাত্রী অথৈ মনির মা আলেয়া বেগম নিহতের চার সহপাঠীকে মামলায় অভিযুক্ত করেছেন। জানা যায়, টাঙ্গাইল শহরের কুমুদিনী সরকারি কলেজের পাঁচ ছাত্রী অথৈ মনি, লামিয়া জান্নাত, ঐশি, তন্নী ও অপি গত ৮…