দীর্ঘ অপেক্ষার পর চার্লসের মাথায় উঠল বৃটিশ রাজমুকুট

ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে দীর্ঘ প্রায় ৭০ বছর যাবত উত্তরাধিকারী হিসাবে অপেক্ষায় থাকা চার্লসের মাথায় উঠল বৃটিশ রাজমুকুট ইউরোপ ডেস্কঃ শনিবার (৬ মে) বৃটেনের রাজা হিসাবে রাজা তৃতীয় চার্লসের মাথায় রাজমুকুট পরিয়ে দেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। এর আগে, রাজমুকুটে সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্বকারী অর্ব পরিয়ে দেন আর্মাঘের আর্চবিশপ। এছাড়া রাজার হাতে স্বর্ণখচিত তরবারি তুলে দেন…

Read More
Translate »