
চেক প্রজাতন্ত্রের ক্রেইসিকোভার ফরাসী ওপেন টেনিসের শিরোপা লাভ
ইউরোপ ডেস্কঃ চেক প্রজাতন্ত্রের ২৫ বছর বয়স্ক বারবরা ক্রেইসিকোভা ফ্রান্স ওপেন টেনিসের ফাইনালে রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে ৬ -১,২ – ৬,৬ – ৪ সেটে পরাজিত করেছেন। চেক প্রজাতন্ত্রের তৃতীয় টেনিস তারকা হিসাবে তিনি টেনিস বিশ্বের এই অত্যন্ত সম্মানজনক টুর্নামেন্টে শিরোপা জয়লাভ করে এক ইতিহাস গড়লেন। শনিবার ১২ জুন ফাইনাল খেলায় মাঠে উপস্থিত ছিলেন তাঁর পূর্বসূরি সাবেক…