
চীনের বেইজিং-এর ২৪ তম শীতকালীন অলিম্পিকে অস্ট্রিয়ার পদকের বন্যা
স্পোর্টস ডেস্কঃ অস্ট্রিয়া শীতকালীন বিশ্ব অলিম্পিকের চতুর্থ দিনে ২ টি স্বর্ণ ও ১ টি রৌপ্য পদক লাভ করেছে। ইতিপূর্বে প্রথম দিনে ১ টি রৌপ্য,দ্বিতীয় দিনে ২ টি রৌপ্য এবং গতকাল তৃতীয় দিনে একটি ব্রোঞ্জ লাভ করেছে। আজ চতুর্থ দিনের অনেক খেলা বাকী থাকতেই অস্ট্রিয়া পদক তালিকায় রাশিয়ান অলিম্পিক কমিটির পরের স্থান চতুর্থ স্থানে অবস্থান করছেন।…