
বাজেট ২০২১-২২: বাড়ছে করের আওতা, চাপে থাকবে এনবিআর
ঢাকা: প্রস্তাবিত বাজেটে অর্থায়নের মূল উৎস এনবিআরকে দেয়া হয়েছে বাজেটের ৫৪.৭ শতাংশ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। তিন লাখ ৩০ হাজার কোটি টাকার আয়ের ৩৮.৭ শতাংশ আসবে ভ্যাট থেকে। আয়কর থেকে আসবে ৩১.৮ শতাংশ অর্থ। বাকি অর্থের ১১.৫ শতাংশ আসবে আমদানি শুল্ক এবং ১১.৫ শতাংশ অর্থ আসবে সম্পূরক শুল্ক থেকে। এরপরও ২ লাখ ১৪ হাজার কোটি টাকা…