
ভাঙন রোধে জোটে শুধু ‘জিও’ ব্যাগ’
শেখ ইমন, ঝিনাইদহ : যে গ্রামটিতে খাসসহ মোট জমির পরিমাণ ছিল প্রায় ১৬শ’ বিঘা। সেই গ্রামটিতে এখন জমির পরিমাণ নেমে এসেছে ২শ’ ৫০ বিঘায়। গ্রামটিতে বসতিও ছিল আনুমানিক ৭শ’ পরিবারের। কিন্তু নদী ভাঙ্গনের কবলে পড়ে অনেকেই অন্যত্র বসতি স্থাপন করেছেন, কেউ বসবাস করছেন সরকারি জমিতে। ফলে ওই এলাকায় বর্তমানে বসতির পরিমাণ প্রায় ২শ’। বড়ুরিয়া নামক…