
কোভিড সংক্রামিত ব্যক্তিদের জন্য সংক্ষিপ্ত কোয়ারেন্টাইনকে প্রত্যাখ্যান করেছে ভিয়েনা
ভিয়েনার সিটি কাউন্সিলর ফর হেলথ পিটার হ্যাকার স্পষ্ট করেছেন যে করোনা আক্রান্ত কর্মীদের আবার কাজ করতে দেওয়া “অবশ্যই প্রশ্নের বাইরে” ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,অস্ট্রিয়ান সরকারের করোনায় আক্রান্ত কর্মীদের দ্রুত কোয়ারেন্টাইন শেষ করে কাজে যোগদানের তীব্র বিরোধিতা করেছে ভিয়েনা রাজ্যের স্বাস্থ্য প্রশাসন। এখানে উল্লেখ্য যে, অস্ট্রিয়ায় কোভিড-পজিটিভ হাসপাতালের কর্মীদের শুধুমাত্র FFP2 মাস্ক পড়ে…