
ইউরো কাপের নকআউট রাউন্ডে ওয়েলসকে ৪-০ গোলে হারিয়েছে ডেনমার্ক
ইউরোপ ডেস্কঃ উয়েফা ইউরো-২০২০ এর শেষ ষোলোর ম্যাচে ওয়েলসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডেনমার্ক।এবারের ইউরো কাপে বেশ নাটকীয়তার পর নাটকীয়তা দেখাচ্ছে ডেনমার্ক। গ্রুপ পর্বের প্রথম দুই খেলায় পরাজয়ের পর শেষ খেলায় রাশিয়াকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করায় গোল এভারেজে নকআউট রাউন্ডে আসতে পারা। আবার নকআউট রাউন্ডে এসে ওয়েলসকে সহজেই ৪-০…