
এনজিওর ঋনের চাপে গৃহবধুর আত্মহত্যা
পিরোজপুর প্রতিনিধিঃ “এই রকম কুলাংগার ছেলে আপনি কেন জন্ম দিয়েছেন। এই ছেলে জন্ম না দিয়া কলাগাছ জন্ম দিতেন, মানুষ কলা খাইত। আপনি মরেন না কেন? আপনি মরলেও আমরা বেচে যেতাম” এনজিওর মাঠ কর্মকর্তাদের এমন অপমানজনক কথা সইতে না পেরে জেলার নেছারাবাদে এক হতদরিদ্র পরিবারের তসলিমা বেগম (৫২) নামের এক গৃবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।…