
এক জালে ধরা পড়লো ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ। ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের সমুদ্রগামী ট্রলারে ধরা পড়েছে ওই সব মাছগুলো। ট্রলারের জেলেরা জানান, সাগরে যাওয়ার পর মাত্র দুই বার জাল ফেলে ৯২ টি লাক্ষা মাছ ধরতে সক্ষম…