
উত্তর ম্যাসেডোনিয়াকে ২-১ গোলে হারিয়ে ইউক্রেনের পরের রাউন্ডের স্বপ্ন
স্পোর্টস ডেস্কঃ আজ রুমানিয়ার রাজধানী বুখারেস্টে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপের সি গ্রুপের খেলায় ইউক্রেন উত্তর ম্যাসেডোনিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে। ইউক্রেনের পক্ষে খেলার ২৯ মিনিটের মাথায় অ্যান্ড্রি ইয়ারমইয়ারমোলগোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায়। প্রথম গোলের পাঁচ মিনিট পর খেলার ৩৪ মিনিটে ইউক্রেনের পক্ষে দ্বিতীয় গোল করেন আর,ইয়ারেচুক ২-০। প্রথমার্ধের খেলায় ইউক্রেন ২-০ জয়ী অবস্থায়…