
ইউরোপের আল্পস পর্বতমালার উপর ছোট স্বাধীন দেশ লিশটেনস্টাইন (Liechtenstein)
কবির আহমেদ, ভিয়েনা, অষ্ট্রিয়াঃ লিশটেনস্টাইন(জার্মানি উচ্চারণ লিকটেনষ্টাইন) মধ্য ইউরোপের একটি ক্ষুদ্র রাষ্ট্র । এটি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম একটি দেশ।দেশটির মোট আয়তন মাত্র ১৬০ বর্গকিলোমিটার। ভাদুজ শহর(Vaduz,জার্মানি উচ্চারণ ফাডুৎস) দেশটির রাজধানী এবং শান দেশটির বৃহত্তম নগরী। ছোট এই দেশটির সরকারি ভাষা জার্মানি এবং দেশটিতে সাংবিধানিক রাজতন্ত্র সরকার প্রতিষ্ঠিত আছে। ২০১৮ সালের আদমশুমারী অনুযায়ী…