
ইউরো ফুটবলে ইউক্রেনের সাথে অল্পের জন্য পার পেলো নেদারল্যান্ডস
স্পোর্টস ডেস্কঃ গত ইউরো ও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারা নেদারল্যান্ডস গতকাল নিজের মাটিতে “ইউরো ২০২০” এর ‘সি’ গ্রুপের এক শ্বাসরুদ্ধকর খেলায় ইউক্রেন কে ৩-২ গোলে পরাজিত করেছে। প্রায় সাত বৎসর পর কোন বড় আন্তর্জাতিক ফুটবল আসরে ফিরল নেদারল্যান্ডস। তবে গতকাল আমস্টারডামে তাদের ভয় পাইয়ে দিয়েছিল ইউক্রেন। এক উত্তেজনাকর খেলায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডস জয়…