
ইইউ পার্লামেন্ট রুমানিয়া এবং বুলগেরিয়াতে পাসপোর্ট-মুক্ত ভ্রমণের শেনজেন এলাকা খুলতে অনুরোধ
আবেদনের এগার বছর পর পূর্ব ইউরোপের দেশ রুমানিয়া ও বুলগেরিয়াকে শেনজেন দেশের চুক্তিতে প্রবেশের সবুজ সঙ্কেত দিয়েছে ইইউ পার্লামেন্ট ইউরোপ ডেস্কঃ ইউরোপিয়ীয় ইউনিয়নের পার্লামেন্ট সম্প্রতি জানিয়েছে এই বছর শেষ হওয়ার আগে বুলগেরিয়া এবং রুমানিয়ার জন্য শেনজেন চুক্তিতে যোগদানের আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করবে। ইউরোপীয় পার্লামেন্টে (ইপি) সম্প্রতি একটি রেজুলেেশন ভোটে পাস হয়েছে, যা বছরের শেষ…