
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবিতে নিহত ২ অভিবাসনপ্রত্যাশী
ফ্রান্সের উত্তরের উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছাতে গিয়ে মারা গেছেন দুই অভিবাসনপ্রত্যাশী ইউরোপ ডেস্কঃ বুধবার (২২ নভেম্বর) ফ্রান্সের স্থানীয় সংবাদ মাধ্যম লা ভোয়া দ্যু নর্দ জানিয়েছে, বুধবার উত্তর ফ্রান্সের বুলন সুর মের এবং ইকুইয়েন সৈকত থেকে ইংলিংশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমানোর চেষ্টায় প্রাণ হারিয়েছেন দুই অভিবাসী ৷ এই দুর্ঘটনার পর পাস-দ্যো-কালে…