
আদালতের রায় ও ডিক্রি পেয়েও মামলার হয়রাণি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন
ঝালকাঠি প্রতিনিধি: নলছিটি পৌর এলাকার নান্দিকাঠিতে ক্রয়কৃত জমিতে আদালতের আদেশ ও ডিক্রি পেয়েও একেরপর এক মামলায় হয়রাণি করছে প্রতিপক্ষরা। এমনকি কোন ধরনের অবকাঠামোগত উন্নয়ন কাজ করতে গেলে বাধা ও হামলার স্বীকার হতে হয় প্রকৃত মালিকদের। মামলার মোকাবেলা করতে আদালতের বারান্দায় দৌড়াতে দৌড়াতে কয়েকলাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। এই পরিবারের প্রতিবেশি বরিশালে…