
অস্ট্রিয়ার প্রধান বিরোধীদল SPÖ এর চেয়ারম্যান নির্বাচনে বিড়ম্বনা
দলীয় প্রধান নির্বাচনে তৃতীয় স্থান লাভ করায় দলীয় প্রধান পামেলা রেন্ডি-ভাগনার পদত্যাগ করেছেন ইউরোপ ডেস্কঃ মঙ্গলবার (২৩ মে) অস্ট্রিয়ার জাতীয় সংসদের প্রধান বিরোধীদল ও দীর্ঘ সময় অস্ট্রিয়ার ক্ষমতাসীন দল সোস্যালিস্ট পার্টি অস্ট্রিয়ার (SPÖ) নীতি নির্ধারক বোর্ড হ্যান্স পিটার ডসকোজিল এবং আন্দ্রেয়াস ব্যাবলারের মধ্যে রানঅফের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এখন দলীয় সম্মেলনে সিদ্ধান্ত নিতে হবে দলীয় প্রধান…